বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বরাদ্দ বেড়েছে ১৫০৭ কোটি টাকা

১১ জুন, ২০২০ ১৬:৪৩  
২০২০-২১ অর্থবছরের বাজেটে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের উন্নয়নে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ১৭ হাজার ৯৪৬ কোটি টাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদে অডিও-ভিজ্যুয়াল মাধ্যমে উপস্থাপিত বাজেট প্রস্তাবনায় এই বরাদ্দ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ২০২০-২১ অর্থ বছরের বাজেট প্রস্তাব করেন তিনি। ২০১৯-২০ অর্থ বছরে এই খাতে বরাদ্দ দেয়া হয়েছিলো ১৬ হাজার ৪৩৯ কোটি টাকা। সংশোধিত বাজেটেও এই বরাদ্দই পেয়েছিলো মন্ত্রণালয়টি।